তবু!
===========================@@@


আমারে বেসে সে ভালো কোন একদিন
বলেছিলো পাশে রয়ে এ’ ধরাতে কোথা আছে কালো!
অমার মুখেও দেখি জ্যোৎস্নার ধারা,
যাক না সময় ক্ষয়ে সময়ের মতো
আমি তো তোমাতে র’রো বেঁচে অবিরত
আকাশ ছেড়ে কি থাকে ক্ষণকাল সুদূরে সিতারা?


সুদৃঢ় বিশ্বাস ছিলো হয়তো বা তার
অনেক ভাঁড়ারে আছে ভেবেছিলো জমা যদি জ্ঞান,
রেখেও বুকের মাঝে
সেদিন আহত সাঁঝে
এতোটা চিনতে তবে করেছিলো ভুল শেষে ক্যান?


সঠিক জবাব আজও পেলাম না খুঁজে
কে দিবে শান্তনা তার দেখা পেতে আরও কতো দেরি,
শুধালে চিলের দোরে
রচে যায় এ’ আসরে
বুকের শোণিত দিয়ে তারও এক দুখেরি শায়েরী।


ভীষণ প্যাঁচানো এই জীবনের পথ,
বুকের বিবরে নিয়ে আশি মণ খেরো খাতা তবু
ব্যাকুলে যেতেই খুশি যমালয়ে ভাঙা এক রথ!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৬/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন