তলাহীন ঝুড়ি
[email protected]@@
চকোরের বক্ষে আমি সঁপেছি ক্রন্দন,
খুঁজি না কষ্মিন কালে সূর্যের স্পন্দন।
বর্ণিল ভদ্রের রূপ দেখেছি যা আমি
জানেন তা অন্তর্যামী!
প্রখর রৌদ্রের ধারে কোথায় সে’ শালিকের সুর,
স্বপ্নিল আবেশ ঢেলে তৃষ্ণার্ত অন্তর
মুহূর্তে যে নিয়ে যেতো দূর থেকে আরও বহু দূর?
না পেয়ে পৌষের প্রাতে সোনা ঝরা রোদ
পারে না পাপিয়া তবু রাখতে নীড়ে চঞ্চলা সে’ বোধ!
দেখে বসন্তের বেশ,
হাঁসফাঁসে কোকিল সেও খুঁজে ফিরে
নির্লিপ্ত অধরে জাগা উঠোন বাতায়
ঘর্মাক্ত ললাটে কারো বাধ্যহীন অগোছালো কেশ!
হে সর্বগ্রাসী দ্বন্দ্বের ছন্দ নাশী ত্বরা,
উগরে দে ক্ষিতির বুকে পারিস যতো বহ্নিমান খরা!
খেয়ে নে জন্মের তরে গো-গেরাসে ঝালে মাখা মুড়ি,
অবশিষ্ট আয়ুষ্কাল দ্বিধা ভুলে আমি
বন্ধ্যা কর্তব্যের ঘাতে না হয় নীরবে
ক্লান্ত পথে টেনে যাবো আমার এই তলাহীন ঝুড়ি।
(অক্ষরবৃত্ত)
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অসাধারন রুপকে বীতশ্রদ্ধ ব্যবস্থায় নৈরাজের বিরুদ্ধে প্রতিবাদী কলম।
" হে সর্বগ্রাসী দ্বন্দ্বের ছন্দ নাশী ত্বরা,
উগরে দে ক্ষিতির বুকে পারিস যতো বহ্নিমান খরা "
আর কাউকে এই ভার দেওয়া যাবে না ।
খুব সুন্দর উপস্থাপনা। আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
প্রচন্ড অভিমান আর ক্ষোভের দেখা পাই। অসাধারণ ছন্দবদ্ধ প্রকাশ। অভিনন্দন, সম্মানিত কবি।
বাহ।খুবসুন্দর। শেষ দুটো লাইন কবিতার প্রাণ।অনবদ্য
অসাধারণ লিখেছেন বন্ধু, অনেক অনেক ভালো লাগলো কবিতাটি। দুর্দান্ত।
অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
খুব ভালো লাগল। সুন্দর কবিতা
আবেগঘন বিরহের অনন্য কাব্য।
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবিবন্ধু।
অনন্য সুন্দর, নান্দনিক কথা কাব্যে চমৎকার শৈল্পিক বিরহ গাঁথা অনবদ্য কবিতা পাঠে হৃদয় ছোঁয়া অনুভূতি জাগায় প্রিয় কবি। অপূর্ব! ভালো থাকবেন সবসময়।
অনবদ্য ভাবনার বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা নিরন্তর ।। শুভ বিকেল প্রিয় কবি
মোহনীয় কাব্যসুধা।
যা, হৃদয়কে উদ্বুদ্ধ করে শুচি-শুভ্র হতে।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
ছন্দে অর্থে এক অনন্য সৃষ্টি। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অন্তর্নিহিত অর্থ বিশাল।
তলাহীন ঝুড়ি--- ভালো লাগলো ভাই।
খুব ভালো থাকো সব সময়।
শুভকামনা রইল দিদির।
গভীর অনুভবের এক অনুপম সৃষ্টি
অনবদ্য নাম করণ কাব্যের ,"তলাহীন ঝুড়ি",রূপকে জীবন ভাবনা নিয়ে সুন্দর বিরহ কাব্য , মুগ্ধ ।
শুভসকাল, প্রিয়কবিকে হার্দিক শুভেচ্ছা , ভাল থাকুন সদা ।
শব্দ ও ছন্দের ঝংকারে দারুণ বিমোহিত কবি!
অনেক অনেক অভিনন্দন রইলো সুন্দর কবিতার জন্যে।
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনমুখী ও বিরহী ভাবনার বিবিধ কবিতা,ভাল লাগলো ; শুভকামনা রইল।
প্রতিবাদ মাখানো আপূর্ব বিরহ কাব্য! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বেচারা!! হা; হা;। দারুন সুন্দর বিরহ বিলাপ প্রিয় কবি। শুভকামনা রইল।
অনন্য সুন্দর রূপক কবিতা! অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি।
বেশ মনোমুগ্ধকর বিরহের কবিতা। খুব ভালো লাগলো প্রিয় কবি ..... খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অসাধারণ একটি রূপকের কবিতা
উপস্হাপনা করে গেলেন প্রিয় কবি।
কবিতা পাঠ করে বেশ মুগ্ধ হলাম।
অনেক অনেক প্রীতি ও
শুভেচ্ছা রইল।