তুই আসবি বলে
বোরহানুল ইসলাম লিটন
===============//



খোকা রে তুই আসবি কবে?
খুব বুঝি তুই ব্যস্ত?
লোকে আমায় মান্যি করে
তুই নাকি বীর মস্ত।
সেই যে গেলি আসবি বলে
হায়না রুখে ফিরবি কোলে
আশায় আজো মনটা দোলে
কেমন আছে বল তো দেখি
শরীরটা তোর স্বাস্থ্য?


জানিস খোকা? খাবার সেজে
রোজ রাখি তোর জন্য,
ফিরলে ঘরে তবেই হবে
জীবনটা মোর ধন্য।
মুড়ির মোয়া তিলের খাজা
গমের ছাতু কলাই ভাজা
মাছ হাড়িতে সবজি তাজা
তুই বিহনে বাড়ির ভিটা
জানিস কেমন শূন্য?


বুঝলি খোকা? চিন্তা ভরা
নেইকো আশার অন্ত,
পথের পানে থাকতে চেয়ে
আজ আমি বেশ ক্লান্ত।
হারিয়ে গেছে চোখের জ্যোতি
দুঃখ তাতে নেইকো অতি
তুই ফিরলে পুশবে ক্ষতি
বলতো তোকে দেখলে হবে
মনটা কেমন শান্ত??


********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৩/২০২০ইং।