তুই বিধাতার দান
বোরহানুল ইসলাম লিটন
=============৥৥৥


তোর কারণে কান্দে রে মা
মনটা আমার প্রাণ,
তুই বিধাতার দান।


একটু হাঁসি দেখলে মুখে
গর্বে আমার বুক,
কাঁদলে বুঝি পাক ধরণী
হারায় সকল সুখ।
ডাক যদি দিস আল্লাহ বলে
পূণ্যরা সব আসতে দলে
ঠাঁই পেতে তোর চরণ তলে
বয় মা খুশির বান,
তুই বিধাতার দান।


চলতে সদা সুখ অসুখে
দুখ যদি দেয় কেউ,
তোর নামে মা মনটা ভরে
উথলে আশার ঢেউ।
পাই যদি মা একটু পরশ
রাত হয়ে যায় পূর্ণ দিবস
জীবন যেন স্বর্গ সরস
এই বুঝি তার শান,
তুই বিধাতার দান।


দুঃখ জমে মনের কোণে
ঝরলে চোখের জল,
তোর নামে মা জাগ্রত হয়
অন্তরে মোর বল।
তুই যদি মা থাকিস পাশে
রাত্রি বেলায় সূর্য হাসে
রাগ অনুরাগ পাগল বেশে
খুঁজতে বেরোয় মান,
তুই বিধাতার দান।।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৫/২০২০ইং।