রুবাইয়াত-ই-বোরহান
============================@@@


(১) তুই বিনে আমি


সাঁঝে যখন সব ফেলে রোজ নিজের বাড়ি যায় আলো,
চন্দ্র এসে দেয় দেখা মা রাত্রি যতোই হোক কালো।
জোছনা দিয়ে সুখ রচে যায় জানি সবে সেই সারে,
তুই বিনে এই আমিই শুধু হয়তো বা রই কম ভালো।



(২) হৃদ পোড়া ছাই


দেখবো বলে হৃদ পোড়া ছাই খুঁজতে আমি খুব দূরে,
কবি, প্রেমিক, দুখীর হৃদে পৌঁছে যেতাম বুক ফুঁড়ে।
পাইনি দেখা কোন কালেই, আজ দেখি ছাই সবখানে,
ভাবি গো তাই ‘হচ্ছে কি ভুল নাকি গেছে চোখ পুড়ে!’



(৩) ভাবতে পারো!


কাঁদতো যদি রোজ পোড়া মন নবীর প্রেমে নিভৃতে,
বলতাম ‘ও রাত দোস্ত রে তুই নয়তো জানের জান মিতে!’
আজ দেখে ঘোর চমকে উঠি গোর ভেবে এই ধরাতল,
ভাবতে পারো করবো কি কাল আসলে সে’ যম দম নিতে!


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন