টুকরো কথা -১৯
=========================@@@


(১) শাশ্বত প্রেমালাপ


সুগন্ধ আছে বলেই
জুঁই চামেলি গোলাপ বকুল সর্বত্র মূল্যবান,
যেমনটা চন্দন কাঠ!
সুনাম বা মর্যাদা বিনে
তাই বলে কি থেমে থাকে কারো আয়ু?
জানি অনেকে বলবে
স্ব-গোত্রের কাছে সকলেই সম্মানীয়!
নিজেও পুষি এ কথাটি
আস্থার সাথেই বক্ষ পিঞ্জরে, সবিনয়ে।


তারপরও বলছি -
কেউ মানুক বা না মানুক
বিশ্বাস করুক বা না করুক
আমিই দেখেছি এই তটিনীরই শ্যামলা ঢালে
নিস্তব্ধ নিশীথে
দ্বিধাহীনে
মুখোমুখি
ভীষণই একান্তে
ঘাসফুলের সাথে এক পূর্ণ চন্দ্রিমার
নিশ্চয় ‘শাশ্বত প্রেমালাপ!’


(২) রমণী


একজন গুণবতী রমণী ইচ্ছে করলেই পারে
পছন্দের পুরুষকে
বাঞ্ছিত সফলতার শৃঙ্গে টেনে তুলতে,
আবার চাইলেই পারে
তারই সৃজিত কোন সাগরের তলদেশে
ডুবিয়ে দিতে, চিরতরে!
’সম সারেই বাঁধা জগত সংসার’
যদিও এ’ কথাটি অতিশয় চিরন্তন!


স্বয়ংক্রিয় ভাবেই প্রশ্ন জাগে -
প্রেমের বাঁধনে গড়া সম্পর্কগুলো
তবে কি করে হয় ক্ষীণতার ঘোরে বিপর্যস্ত?
একটাই উত্তর -
হতে পারে না
কিংবা হতে চায় না
অনেক মেয়েই এহেন আশাধারী রমণী
শুধু এদের অন্তরে বাস করে বলে
ভীষণ সঙ্গোপনে আমৃত্যূ
’মায়াবিনী এক আফ্রোদিতি!’


কতক পুরুষও যে সম্পর্কের ক্ষেত্রে
আচরণে অনেকটাই ‘জিউসের তুল্য’
নিশ্চয় এ’ কথাটিও অনস্বীকার্য!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন