টুকরো কথা -১৫
========================@@@


(১) বিশ্বাসে রাখুন কথাটি!


কেউ মানুক বা না মানুক
আমি মানি -
’সৃষ্টিকর্তার দেয়া বোধের ধারে
প্রতিটি মানুষই নিজের ভাগ্য বিধাতা!’
আর এ দায়িত্ব তাকে
পালন করে যেতে হয় আজীবন।
তারপরও
কোন কারণ বশতঃ
কখনো
আপনার ভাগ্য গড়ার দায়িত্ব যদি
অন্য কাউকে দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন
না দেয়াই উত্তম
না দেয়াই উচিত
না দেয়াই যুক্তিযুক্ত
একদম অবশেষে দিতে পারেন
তবে অনুগ্রহ পূর্বক জ্ঞানহীন গনকদের হাতে
দিবেন না!


বিশ্বাস রাখুন আমার এ’ কথাটি -
’হোক জীবনের ফেরে
যে কোন সময় আপনি
মুমূর্ষু অবস্থায় পতিত হলেও
ভুলেও ওরা আপনার মুখে তুলে দিবে না পথ্য
বরং হস্ত রেখা নিয়ে করবে টানাটানি
কারণ
এহেন অসভ্যতাই ওদের আজন্মের আত্মঅহংকার!’


(২) তোমাকে ভাবতে পারি বলে!


তোমাকে ভাবতে পারি হয়তো বা বলে
এ’ হৃদয় করে ক্ষয়,
আনত সুরুজ দেখি গোধূলির বাটে
প্রভাতে রাঙা উদয়!


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন