টুকরো কথা -২৬
==========================@@@
(১) শুকতারাহীন সাঁঝের আকাশ
বিষাদের বারিধারা বিধ্বংসী হলেও
হারায় না পাহাড়, বুকের অটলতা!
দেয়ই এনে নব কিশলয়
পাতা ঝরার সার্থকতা, সংজ্ঞা হারা বিটপীকে!
ক্ষয়ে হওয়া শূন্যতাও একদিন
পূর্ণতায় রূপান্তরিত হয়, চন্দ্রিমার বদনে!
এমনই প্রাণ ও কালের খেলা চলছে প্রতিনিয়ত,
নিশ্চয় শাশ্বত!
অথচ আমার ------
এ’ পৃথিবীরই জীবাশ্ম হয়েও
ভীষণ সঙ্গোপনে
কতকাল ধরে
টেনেই চলেছে এক ‘শুকতারাহীন সাঁঝের আকাশ!’
(২) মানুষ আজন্মই একটা লাশ
’বেঁচে র’লে মরে যায়
যম এলে ফিরে চায়’
অর্থাৎ মানুষ আজন্মই একটা লাশ!
অম্বর কিসিমের
নীল নীল
আর তাই --
পাতলেও গোর চির ফাঁদ
রয়-ই জেগে কারো বুকে সেলবন্দি আর্তনাদ!
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
দারুণ জীবনবোধের চিত্রায়ণ,অনেক মুগ্ধতা ও ভালো লাগা রইলো পাঠে, সম্মানিত কবির জন্য আন্তরিক শুভকামনা থাকলো অপরিসীম।
জীবনবোধের অসামান্য কবিতা। খুব সুন্দর। অনেক শুভকামনা ও ভালোবাসা।
বরাবরের মতো আজও মুগ্ধ আপনার লিখনিতে!
শুভকামনা সব সময় প্রিয় কবি।
প্রজ্ঞাবান কবির অর্থবহ দু্ইটি চমৎকার জীবনবোধের কাব্য সৃজন পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
অফুরান্ত শুভেচ্ছা ও ভালবাসা রইল।
দারুণ আবেগঘন জীবনবোধ ও মানবিক ভাবনার চমৎকার দুটি কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অসাধারণ কথা মালায় সাজানো সুন্দর একটি মানজ্ঞ কবিতা। কবিতা পাঠে মুগ্ধতা অশেষ। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি।
মনোজয়ী , জ্ঞানবান কবির ভাবজগতের অপূর্ব জীবনবোধের দুটি কাব্য, মুগ্ধ ।
শুভসকাল , প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই , ভাল থাকুন সদা ।
দূর্দান্ত কথামালায় সাজানো অপূর্ব কবিতা কবি। খুব ভালো লাগলো। অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইলো।
কবির কলম চলুক অনাগত, বর্ণের শব্দ হউক তীরের মতো। দূর হউক অনাচার আছে যতো। অপূর্ব লেখনী ধন্য কবি, শুভকামনা রইলো আগামীর জন্য।।।।
গভীর জীবন বোধের নান্দনিক উচ্চারণ বিষয়বস্তু কে অনেক গাম্ভীর্যের সঙ্গে শেষ করেছে। ভালো লাগলো দারুণ কবিতা পড়ে। ভালো থাকুন সবসময় আর সুন্দর কবিতা রচনা করুন