টুকরো কথা -৩২ (বেঁচে থাকা মানে)
==========================@@@
ব্যাকুল দু’নেত্রে রোজই খেলা করে
গোধূলির মাছরাঙা সময় -
বাস্তবে নয়, কল্পনায়!
সূর্যের আনত বদন প্রায়ই ভাসতে দেখি
উড়ন্ত চিলের ডানায় -
বাস্তবে নয়, কল্পনায়!
সাঁঝের বাদাড়ে পাই-ই
জোনাকির মৃদু আলাপন
রূপালী ঘুঙুর পরা চন্দ্রিমার ছায় -
বাস্তবে নয়, কল্পনায়!
নিশ্চিতই তবে কি আমি বেঁচে আছি
কারোর দেয়া নির্বাসনে?
শুধু কল্পনা মানে বেঁচে থাকা নয়
বরং বেঁচে থাকা মানে -
বাস্তবতার দোরে প্রতিনিয়ত কল্পনার মঞ্চায়ন।
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনেক অনেক অভিনন্দন ও শুভেচছা, প্রিয় কবি।
পড়ে ভালোলাগার ঝর্ণায় সিক্ত হলাম।
ভালো থাকুন প্রিয় কবি।অশেষ শুভেচ্ছা রইল।
বরং বেঁচে থাকা মানে -
বাস্তবতার দোরে প্রতিনিয়ত কল্পনার মঞ্চায়ন"
অনুপম শব্দ চয়নে জীবনবোধের অনিন্দ্য সুন্দর
কাব্য পাঠে বিমোহিত হলাম সম্মানিত কবি,অশেষ শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানিয়ে গেলাম প্রিয় কবিকে।
মরীচিকা মনে হয়
বাস্তবের আড়ালে কল্পনা দাঁড়ালে
ফলপ্রসূ কিছু হয়।
মুগ্ধতা সুন্দর কবিতায়, হার্দিক শুভকামনা নেবেন সম্মানিত কবি।
জীবনবোধের সুন্দর বাস্তব ভাবনার কাব্য প্রকাশ , মুগ্ধ ।
শুভসকাল, অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
কল্পনার রঙে রঙ্গিন কবিতা শব্দের নন্দিত বুননে চমৎকার হয়েছে