একরঙাতে বিশ্বাসী
==========================@@@


কালের পরিক্রমায় নিম্নগামী আকাশের রামধনু
হলেও ছত্রিশ রঙধারী -
শ্যামলা জ্যোতির লিখে যাওয়া পাণ্ডুলিপিই
আজও টানে আমাকে।


এররঙা ঘুড়ির সুধাময় প্রাঞ্জলতা
হয়তো শুধু চিলের জন্যই অন্তরষ্পর্শী,
দৌড় প্রতিযোগীতায় -
লক্ষ্যের তরে যেমন কচ্ছপ আমৃত্যু নিরলস।


চৈত্রের ভাগ্যলিপি নিয়ে দুশ্চিন্তায় র’লেও চাতক
খুঁজে না ক্ষনিক নদীর বহতা,
কি করে ভেবেছিলে -
টাকায় আট মন সস্তা চালের আশায়
খুঁজবো আমি সেখানে
নিভৃতে, ফের কোন শায়েস্তা খাঁ’র আমল?


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৬/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন