টুকরো কথা -৫৪ (কাঠঠোকরার শৈল্পিকতা)
=========================@@@
সেই আদিকালের কথা -
মেয়েটি অবাক হয়ে দেখেছিলো -
কোথায় কিভাবে গড়তে হয় ঠোকরে ঠোকরে
টেকসই আবাস।
ওর নাম সুরবালা!
ভালোবেসে বুঝে -
অধিক বিরহে গাছের মতোই নীরব ও সহনশীল
প্রাণেশের অন্তর।
তারপর?
ধীরে ধীরে ছড়িয়ে দেয় চতুর্দিকে
কাঠঠোকরার শৈল্পিকতা।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/১১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
আদিকাল হতে মানব সভ্যতার ইতিহাস সংগ্রামের- ঠিক যেন, 'কাঠঠোকরার শৈল্পিকতা'য় গড়া। বিরহ অনুভূতি মানুষকে ধৈর্য্য, সহনশীলতা শেখায়; শেখায় সংগ্রাম এবং "তারপর? /ধীরে ধীরে ছড়িয়ে দেয় চতুর্দিকে "
অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
শুভসকাল , অশেষ অশেষ শুভেচ্ছা , প্রবুদ্ধ প্রিয়কবিকে জানাই । ভাল থাকুন সদা।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর কামনা করি।