টুকরো কথা -১০
======================@@@


(১) জীবনের পথে


বয়স কম হলো না
আর কতো!
হয়তো হঠাৎই একদিন ধেয়ে আসবে
কালের ডাক
আর তখন না চাইলেও
যাপিত জীবনের কর্মফল নিয়ে
চলে যেতে হবে পরপারে।
এই তো জীবন!


কেউ মানুক বা না মানুক, আমি বলবো
পথের সত্য এটুকুই -
’সুখের সূর্য উদিত হয় যে হিজলের ঘাড়ে
ক্লেশিত সূর্যের অস্তাচলও সেই হিজলেরই আড়ে!’
পার্থক্য শুধু সময় আর দিকের -
’সকাল - সাঁঝ’ ’পূর্ব - পশ্চিম!’


(২) আরশি


মনের আরশিতে তাকানোর সুযোগ
কোনদিনই হয়নি -
তোমায় রেখেছিলাম সেখানে!
কাঁচের বক্ষদেশে মুখ দেখা
বরাবরই আমার অপছন্দ -
তোমার কনীনিকায় নিজেকে দেখেই
তৃপ্তি পেতাম পরিপূর্ণ!


আজ সব আছে
অথচ চোখ দেখারও ভাগ্য হয় না -
’আরশিটার অর্ধেক ঘোলা আর
বাকি অর্ধেকটায় জেগে আছে বলে
তোমার নিমীলিত দু’টি আঁখি!’


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন