টুকরো কথা -১১
========================@@@


(১) সত্য ও মিথ্যা


সত্য চির উজ্জ্বল, অবিনশ্বর,
সে যতো নির্মমই হোক না কেন!


যে কোন সমস্যায় আপনি সত্য বলুন
(যদি তাৎক্ষনিক প্রাণ নাশের সম্ভাবনা না থাকে)!
কোন না কোন ভাবে, সুন্দর একটা সমাধান
বেরিয়ে আসবে ইনশাআল্লাহ!


আর যদি মিথ্যা দিয়ে সত্য ঢাকার চেষ্টা করেন
দিনে দিনে বেড়ে মিথ্যার বোঝাটা
বিবেককে এতো বেশী ধড়ফড়ে করবে যে
যা দেখে অনায়াসে হেসে উঠবে
ফাঁসির কাষ্ঠে দণ্ডায়মান কোন আসামির
ক্ষয়প্রাপ্ত অস্তগামী অন্তর -
নিশ্চিত
তারচে’ ভালো আছি ভেবে!


(২) যা চেয়েছিলাম


আমি কখনো ছাই হয়ে আকাশে পৌঁছতে চাইনি
বরং চেয়েছিলাম প্রয়োজনে সুপ্ত বীজ হয়ে
পূরো আয়ুষ্কাল তোমাতে থেকে
শুষ্কতার কষ্ট বহন করে যেতে!
শুধু একদিন বাদে -


ভীষণ বিশ্বাস করতাম
ভালোবাসার নিংড়ানো জল
অবশেষে তোমার আঁখি থেকে ঝরবেই,
আর সেই দিন সিক্ততার পরশ পেয়ে
বীজ থেকে নিজেকে বানাবো ফুটফুটে চারা!
তারপর তৃপ্তির আনন্দ নিয়ে মিশে যাবো
তোমারই হৃদয়ের নন্দন কাননে, নিশ্চিন্তে, দিনান্তে!


(৩) জীবনের ফেরে প্রবাদ


প্রবাদ সাধারণত চিরন্তন হলেও
দু’একটা আমার জীবনে যেন
অন্য রকম হয়ে এসেছে!
যেমনঃ আয়ুষ্কাল দু’ভাগে বিভক্ত হয়ে
প্রথমার্ধে -
’যেখানে সন্ধ্যার ভয়
সেখানেই বাঘ উদয়!’


আবার দ্বিতীয়ার্ধে -
’যেখানে বাঘের ভয়
সেখানে সন্ধ্যা হয়!’


তবে নির্দ্বিধায় স্বীকার করছি -
প্রথমার্ধে ওটা বাঘ ছিলো না ................!


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন