টুকরো কথা -১৪
==========================@@@


(১) বক্ষভেদী আর্তনাদ


এই পৃথিবীর সবকিছুই নশ্বর!
আজ যাকে আপনি (নিজের আত্মা বাদে)
জীবনের পরম সম্পদ বলে মনে করছেন,
সময় একদিন ঠিক প্রমাণ করে দেবে
চন্দ্রালোকের চন্দন দ্বীপে বসে দেখা
এহেন কল্পনা ছিলো নেহায়েত আকাশ-কুসুম মাত্র।
সে যে-ই হোক না কেন!
এরই মাঝে বন্ধন ছিলো
আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে, ইনশাআল্লাহ!
থাকবে প্রাপ্তি-অপ্রাপ্তি
মনে রাখা ও ভোলাভুলির খেলা।
নিশ্চয় এটাই বাস্তবতা!


তারপরও বলবো -
আপনি আমৃত্যু ভুলতে পারবেন না
চাইলেও না
ক্ষণিকের জন্যও না
যদি আপনার স্মৃতির পাতায়
যে কোন প্রকারে হোক
একবার লিখা পড়ে যায় অতি নিকটতম কারো
’বক্ষভেদী কোন আর্তনাদ!’


(২) মালগাড়ি


ছোট্ট বেলায় রেল লাইনের অদূরে দাঁড়িয়ে
মালবাহী ট্রেনের বগি গুনতাম
আর ভাবতাম -
এর কি শেষ আছে!
গুনতে গুনতে --------------!


তোমাকে সঙ্গী হিসেবে পাওয়ার পর যৌবনে
যখন তুমি রাগ বা অভিমান করে
দূরে থাকতে -
অপেক্ষার প্রহরবাহী
ট্রেনের বগি গুনতাম অনুরূপ ভাবে
এবং এক সময় ঠিকই সামনে চলে আসতো
শেষ বগিটা!


অধীর আশায় এখনও গুনি
ক্ষণে ক্ষণে
সঙ্গোপনে
তবে শেষ বগি আর আসে না -
তোমার অতল অভিমানে গড়া রেল লাইনের উপর
এ’ জীবনটাই বলে আজ অফুরান বগিঅ’লা
’দুঃখবাহী এক মালগাড়ি!’


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৩/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন