টুকরো কথা -৪
====================@@@


(১) গনিমত


আগে যুদ্ধ যুদ্ধ খেলতে -
আমি হারতাম
ইচ্ছে করে হারতাম
বার বার হারতাম
শুধু তুমি খুশি হতে বলে!
হঠাৎ দু’একবার জিতলেও
কম খুশি হতে না তুমি!
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা
ভাগাভাগি করতে সব সময়!


এখন হার-জিত সবই আমার
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সব!
তবুও কতো অসহায় আমি -


অবশেষে যুদ্ধের ময়দানেই অরক্ষিত ভাবে
পড়ে থাকে বলে অর্জিত যতো ‘গনিমত!’


(২) বহুরূপী


এক ফোঁটা কষ্টের অশ্রু
এক সমুদ্র জলের চেয়েও ভারি
তপ্ত, বেগবান ও উত্তাল!
অথচ অনেক সুবোধই কারো
অশ্রু ঝরিয়ে যায় সমুদ্র দেখতে
নির্দ্বিধায়, খুশিতে!


শুধু সমুদ্রের জল ভেবে ‘বহুরূপী!’


(৩) ভয়ংকর এক সুন্দর!


আমাকে যদি মেঘালয়ে নিয়ে
নির্ভরযোগ্য কেউ বলে -
তোমাকে একটা কিছু চাওয়ার সুযোগ দেয়া হলো
বলো কি চাও তুমি?
তোমাকে চাইবো!


শুনে যদি বলে
তোমাকে পুনরায় সুযোগ দেয়া হলো
এবার ভেবে-চিন্তে বলো কি চাও?
তোমাকে চাইবো!


তবে রাগ করে যদি বলে
তোমাকে শেষ বারের মতো সুযোগ দেয়া হলো
একটু সময় নিয়ে বলো -
তুমি আসলে কি চাও?
তোমাকেই চাইবো!


একটা শর্তে -
’এহেন সুযোগ যেন আর কাউকেই
দেয়া না হয়!’
কারণ
তোমার কাছ থেকেই আমি শিখেছি -
প্রতিটি রাগের পিছনে লুকিয়ে থাকে
’ভয়ংকর এক সুন্দর!’


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন