টুকরো কথা -৯
======================@@@


(১) চির অপূর্ণতা


অপ্রাপ্তির ধারাবাহিকতা ভীষণ কষ্টের হলেও
তারই মাঝে লুক্কায়িত থাকে এক
পরম প্রাপ্তির আশা
যেমনটা -
কোন ঝিনুকের বুকে জন্ম দেয়
অবশেষে মূল্যবান মুক্তা
অন্তরে বালি বিঁধার অসহ্য যন্ত্রনা!


সারাজীবন অপ্রাপ্তির বোঝা টেনেও
এহেন ‘আশা’ করতে পারে না আমাকে বিমোহিত -
পরাতে পারবো না বলে ওই রত্নের টিপ
কোন নিস্তব্ধ নিশীথে সেই
উজাগরী চন্দ্রিমার ললাটে!


(২) তিন তক্তার রথ


আমাকে ভুলতে পারবে বলেই
ভীষণ দূরে চলে গেছো তুমি,
হয়তো একই কারণে
তারারাও বেগবান অনন্তের পথে!


ভুলে থাকার এই নিত্য প্রতিযোগীতায়
অনেকেই যায়/যাচ্ছে জিতে
আমি পারলাম না -
শুধু ব্যাক গিয়ার নেই বলে আমার এই
’তিন তক্তার রথে!’


(৩) তপ্ত শ্বাস


আমার আয়ুকাল যদি আমারি একটা
তপ্ত শ্বাসের সমান হতো,
তা থেকে বিধাতার কৃপায় যদি
তোমাকে অর্ধেক দান করা যেতো
হয়তো বা কিয়ামত পর্যন্ত
দুজনেই বেঁচে থাকতাম বুড়ো-বুড়ি অবস্থায়!


শুনেছি স্বর্গে গেলে নাকি
মানুষ হবে চির যৌবনা!
নিশ্চয় তুমিও শুনেছিলে -
আর তাই আমার বিশ্বাস কখনোই চাইতে না
জাগরণে তো দূরের কথা
নিদ্রাতেও ঝরুক ভাঙা এ’ বুক থেকে
বারেক কোন ‘তপ্ত শ্বাস!’


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন