তুমি নেই পাশে
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

বিজনে জাগলে কভু ভাবনা বিরলে
খুব বেশি মনে পড়ে ফেলে আসা স্মৃতি,
কেঁদে তাতে হৃদয়টা দোষ দিয়ে ভালে
নীরবে কাতরে গায় বেদনার গীতি।

প্রথম দেখার প্রীতি মধুমাখা ক্ষণ
আজো আছে জেগে সেই ছায়া ঘেরা গাছ,
কতো যে যুগলে হয় দেয়া নেয়া মন
আবেশি আশার বুকে ফেলে সেথা শ্বাস।

কোমল বাতাসে রোদ সোনালী বিকাল
কিংবা রেলের পাশে মেঠো পথ সরু,
একটু হয়নি ম্লান বয়ে চলা খাল
সুবাসে দাঁড়িয়ে থাকা বকুলের তরু।

নীলিমা জ্যোৎস্না আজো সদা লাজে হাসে,
সুললিত ‍সুরে শুধু তুমি নেই পাশে।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/১১/২০২০ইং।