উচ্চাশার ফল (মজাক্ষরা -৭)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

          মনো আশে
            যদি কেউ
           ক্রমে গুনে
জিরো এক দুই তিন,
ঠিক সহি
সালামতে
বাঁধাহীনে
কাটে তার নিশি দিন।

          যদি লোভী  
           অভিলাষে
          হেসে গুনে
লাফে দুই চার আট,
অবাক কে
হবে তাতে
জীবনটা
হারা হলে সার কাঠ?

              বালু মাটি
             পেয়ে যদি
             কচি গাছে
বাড়ে ডাল পাতা ফুল,
একদিন
ঝড়ো বায়ে
ঠিক তার
কেড়ে নেয় শ্বাস মূল।

( অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান-এর
মজাক্ষরা ছন্দে আকৃষ্ট হয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা)
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/১১/২০২০ইং।