ভাববে এ মন!
===========================@@@


বললে কোনো হোক ছ’ শিশু টেনে আমার নাক -
”জানো গরু হাম্বা ডাকে কা কা ডাকে কাক!
নদীর ধারে মাছরাঙাটার লম্বা সরু ঠোঁট!
দুষ্টু দাদু চুপ করে রয় লাগলে পায়ে চোট!


ঘাস পাতা খায় বকরি ভেড়া আণ্ডা পাড়ে হাঁস!
বৃদ্ধ জেলের জাল বেঁকে বয় মস্ত দু’টি বাঁশ!
মিষ্টি লিচু আম কলা জাম হেব্বি খেতে স্বাদ!
দেয় না ধরা কানা বগি দেখতে পেলেই ফাঁদ!


পূব আকাশে সূর্য জেগেই কয় দে খুলে দোর!
বোধ ধী রলে ছেঁচড়া শিয়াল সাজতো নিতি চোর?”
ভাববে এ মন ওর মুখে আজ শুনছি যতো রব,
মানবে তো ফের জোয়ান কালে সত্যি বলে সব!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
25/03/2024ইং।



@বোরহানুল ইসলাম লিটন