ভাবছো কেন ভুল!
=========================@@@
'জন্ম নিলেই মরতে হবে’ ভাবছো কেন ভুল!
কেউ কি পাবে অমরত্ব ‍খুঁজলে বিরল কূল?
দুপুর পাবে কেউ বা সকাল
সাঁঝ পেলে তার বড়ই কপাল
এহেন খেলাই এ’ সংসারের শাশ্বত অতুল -
'জন্ম নিলেই মরতে হবে’ ভাবছো কেন ভুল!


আচ্ছা তোমার বুকের মাঝে এমনি এলো প্রাণ?
একলা বসে ভাবো দেখি রাখছো কি তার মান?
বলছো যদি সবই মিছে
ঘুরতে কে কও পাঠিয়েছে?
এই যে তুমি পড়েই দেখি টানছো মাথার চুল -
'জন্ম নিলেই মরতে হবে’ ভাবছো কেন ভুল!


মানছো শুনে কেউ তো আছে অদৃশ্য যার হাত?
জীব না ভজে ক্যামনে তুমি চিনবে কি তার জাত?
গড়লে না ভিত পরের মনে
মিলবে কি সুখ সেই চরণে?
এইখানে যে ভেস্ত দোজখ রাখছে গেড়ে মূল -
'জন্ম নিলেই মরতে হবে’ ভাবছো কেন ভুল!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন