সিনকেইন ছড়া ‘ভাদু!’
====================@@@


           ভাদু!
       সকাল বেলা
   করলি কি তুই যাদু?
রাতের আশায় ঘুরছে আমার
          দাদু!


           গরম
        দাদুর মাথা
    হচ্ছে না মন নরম।
পারছে সে ফাল লাজ বা খেয়ে
           শরম।


           দাদী
      বললে ডেকে
  ’স্নান করো না!’ কাঁদি,
বলছে ‘রে তুই ষোল আনাই
           চাঁদি!’


          আলো
        যখন দাদী
    বললো মনে জ্বালো!
’কও তো এবার ঢের কে আছে
         ভালো?’


          বসি
       চুলার পাশে
    আঁচল ধরে কষি,
বললো রূপে তোর চে’ ভালো
         শশী!


====================@@@
পাঁচুুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/১২/২০২১ইং।


@বোরহানুল ইসলাম লিটন