ভাষার গান
=====================@@@


শ্যামলা বাটের ধারে বসে নিরজনে
অচেনা গায়েন গায় কি জানি কি গান!
ভীষণ রাগত চোখে দ্যাখে তারে চেয়ে
দোদুল ধনুতে বসে কাঁচা পাকা ধান।


পাখালির একি রূপ কোথায় সে ডাক
জ্বরে কি খেয়েছে ওরা চিরতার পানি!
মৃদুলা বাতাসও কেনো করে হাঁসফাঁস
যদিও চলেনি আজ কলুদের ঘানি!


গাল দেখে বোঝা যায় গোধূলির খেদ,
গিয়েছে অকালে যেন চিরতরে ছেড়ে
যে ছিলো সজনী মেঘ ষোড়শী সফেদ।


এখনই জনম পাওয়া ব্যাঙাচির দল
হয়তো উঠলো খালে না বুঝেই নাচি,
তাগড়া ফড়িং ক’টা দেখে বলে ‘ওরে
আমরা ও’ সুরে নয় বাংলায় বাঁচি!’


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
15/03/2024ইং।



@বোরহানুল ইসলাম লিটন