ভবের মেলা
বোরহানুল ইসলাম লিটন
================



দেখ রে মন ভবের মেলা
রঙ্গ রসের খেলা,
ঘুরবি গিয়ে সুজন নিয়ে
থাকতে সময় বেলা।


কত রঙের দোকান বসে
হরেক দোকানদার,
কেউ বিকিয়ে বেজায় খুশি
কেউ পুড়ে অঙ্গার।


ঘরে বসে কেউ বা বিকায়
বিকায় বা কেউ ঘুরে,
তপ্ত রোদে দগ্ধ কেহ
চলছে অচিনপুরে।


পুতুল বিকে চশমা বিকে
নানান রঙের চুড়ি,
কেউ গিলে যায় গো-গেরাসে
গড়তে শখের ভুঁড়ি।


শব্দে ভরা মুখর পাড়া
জন মানুষের ভিড়ে,
কারো চলন বুক উচিয়ে
কেউ বা নমন শিরে।


*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০২/২০২০ইং।