ভয়ংকর কিসিমের ভালো
***************


আমি দেখেছি -------


আমি অনেক দেখেছি!
জনসন্মূখ নিজেকে মহান হিসেবে জাহির করার লক্ষ্যে
আড়ালে পরের ইজ্জত লাওয়ারিশ গাছ মেনে
নির্দ্বিধায়, কড় কড় শব্দে ঘোরা তীক্ষ্ণ দাঁতের
ধারওয়ালা করাত কলের মুখে ঠেলে দিতে।


আমি অনেক দেখেছি!
সামান্য স্বার্থের তরে
অভাগা/অভাগীর আগলে রাখা জীবনের শেষ সম্বলটুকু
ডিম থেকে সদ্য বের হওয়া ছোট্ট ফুটফুটে
হাঁসের বাচ্চার মতো লোভনীয় ভেবে
তা ভক্ষণ করার আশে, অক্ষির গোচরে/অগোচরে
নির্দয় কাক সেজে, আর্ত চিৎকার শুনেও ধারালো
চঞ্চু দ্বারা বারে বারে কর্কশভাবে আঘাত করতে।


তাই বলে কি এরা মানুষ নয়!
নিশ্চয় মানুষ!
আমি জানি পৃথিবীতে সবাই ভালো মানুষ!
খুব ভালো মানুষ!
তবে এরা  ‘ভয়ংকর কিসিমের ভালো!’


********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৯/২০২১ইং



@বোরহানুল ইসলাম লিটন