ভয়ংকর কিসিমের ভালো
***************
আমি দেখেছি -------
আমি অনেক দেখেছি!
জনসন্মূখ নিজেকে মহান হিসেবে জাহির করার লক্ষ্যে
আড়ালে পরের ইজ্জত লাওয়ারিশ গাছ মেনে
নির্দ্বিধায়, কড় কড় শব্দে ঘোরা তীক্ষ্ণ দাঁতের
ধারওয়ালা করাত কলের মুখে ঠেলে দিতে।
আমি অনেক দেখেছি!
সামান্য স্বার্থের তরে
অভাগা/অভাগীর আগলে রাখা জীবনের শেষ সম্বলটুকু
ডিম থেকে সদ্য বের হওয়া ছোট্ট ফুটফুটে
হাঁসের বাচ্চার মতো লোভনীয় ভেবে
তা ভক্ষণ করার আশে, অক্ষির গোচরে/অগোচরে
নির্দয় কাক সেজে, আর্ত চিৎকার শুনেও ধারালো
চঞ্চু দ্বারা বারে বারে কর্কশভাবে আঘাত করতে।
তাই বলে কি এরা মানুষ নয়!
নিশ্চয় মানুষ!
আমি জানি পৃথিবীতে সবাই ভালো মানুষ!
খুব ভালো মানুষ!
তবে এরা ‘ভয়ংকর কিসিমের ভালো!’
********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৯/২০২১ইং
@বোরহানুল ইসলাম লিটন
একদম - সঠিক মূল্যায়ন কাব্যের ছত্রে ছত্রে।
( আত্ম > আর্ত হলে ভালো হত)
খুব পরিস্কার চিত্র, কোথাও লুকানো নেই কিছু।
চমৎকার উপস্থাপনায় ভালোলাগা রেখে গেলাম কবি। আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
চমৎকার মানবতাবাদী কাব্য। সুন্দর উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন কবি বন্ধু ।
সামনে ভালো, অন্তরে কালো।বাস্তব চরিত্রের ব্যাখ্যা অনন্যভাবে তুলে ধরেছেন কবি কবিতায়। একরাশ মুগ্ধতা রইল, আন্তরিক শুভকামনার সাথে।
"ভয়ঙ্কর কিসিমের ভালো"
এদেরকে এরকম ভালো বলাটাই যথাযোগ্য।
কারণ তারা নিজেদেরকে ভালো বলে প্রচার করতেই ব্যস্ত থাকে,
কিন্তু তাদের অন্তরে লোভী হিংস্র এবং স্বার্থপর এক মানুষ লুকিয়ে থাকে।
চমৎকার শিরোনামে মূল্যবান একটি ভাবনার অনন্য সুন্দর উপস্থাপনা।
অবিরত শুভেচ্ছা প্রিয় কবি। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর।
অসাধারণ লিখেছেন কবি
চর্বি চোষ্য লেহ্য পেয়ে এরা রক্ষক হয়ে ভক্ষক।
দুর্দান্ত উচ্চারণে জীবন দর্শনের কাব্যিক প্রণয়ন।
মুঠ মুঠ ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় বরেণ্য কবি।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
দারুন নান্দনিক উপস্থাপনা প্রিয় কবি! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দারুন লিখেছেন, রূপকে মোড়ানো অনন্য মানবতাবাদী কবিতা।
শুভকামনা সবসময় প্রিয় কবি।
দারুন বাস্তবতার নিরিখে মানবতাবাদি ভাবনার অনবদ্য ব্যঙ্গাত্মক উপস্থাপনা প্রিয় কবি! দারুন ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
নিংড়ে নেওয়া জীবন দর্শন ও বর্জকঠিন উক্তি ।
বার বার পড়তে হয় । খুব ভালো লাগলো ।
অশেষ ভালবাসা আর শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
ভাবনাময় প্রকাশ কবি দা
চমৎকার রূপকে আবেগময় জীবনমুখী ও মানবতাবাদী উপলব্ধির কবিতা , ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
,সময় কালের সুন্দর কাব্যে তার উপস্থাপন , মুগ্ধ ।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা
সেই , আর কী! ভয়ংকর কিসিমের ভালো। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
হাঁ হাঁ হাঁ নিশ্চিত মানুষ অতি মানুষ।
ভালো পরিবেশনা।
হা হা হা....। সবাই মানুষ, তবে ঐ বললেন ভয়ংকর কিসিমের মানুষ!!
সমাজে এসব মানুষ-ই বেশিনকবি।