ভূতোর বাড়ি পুষির ছানা
====================@@@


ভূতোর বাড়ি রোজ রাতে কেউ
দৌড়ে বেড়ায় ঘুরে,
ভয়ে সবাই জাগ্রত রয়
যায় বলে ঘুম উড়ে।


সন্ধ্যা হলেই জানলা যা দোর
বন্ধ করে তারা,
দেয় না ভুলেও ভোর না হলে
কারোর ডাকে সাড়া।


দিন গত হয় দিনের শেষে
পায় না তবু গতি,
কষ্টে ভূতোর লাজ হেরে যায়
খিটমিটে হয় মতি।


ভাবে মোরা রাজ চিরকাল
ঘোর আঁধারের বুকে,
ফের কে এলো কোন সে জনা
দাপট দিতে রুখে!


সাবধানে তাই দোর করে ফাঁক
আজ না শুনে মানা,
অমনি দেখে দৌড় দিলো এক
দুষ্টু পুষির ছানা।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন