জিদ্দিতে বৃদ্ধি (রম্য)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

আলার বেটা চাঁন্দু ঠ্যাঁটা
লেখতে ছড়া পদ্য,
অন্ত্যমিলের ছন্দ শ্বাসে
লেখলো হেসে অন্ধ আশে
ছয় দু’গুনে চৌদ্দ।

বলনু দেখে শান্ত সুরে
কর না চাঁদু শুদ্ধ!
খুব সে হলো ক্ষুব্ধ,
আর ক’চরণ লেখতে যেন
করলো ভীষণ যুদ্ধ।

লেখলো শেষে কল্য রাতে
জাগছে হঠাৎ জিদ্দি,
তাইতো লিখে ছন্দ ছড়া
করতে গিয়ে চিত্তহরা
দুই করেছি বৃদ্ধি।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/১১/২০২০ইং।