আজি বাংলার আকাশে পাখিরা
উড়ে বিজয়ের খুশিতে,
আর আকাশে গুলি বর্ষাবে না
পাক হানাদার শকুনে ।


আজি মায়ের মুখে বিজয়ের হাসি
তার বাছা ঘরে ফিরবে,
বাছা তো শহীদ হয়েছে তার
মুক্তির রণাঙ্গনে ।


আজি ধর্ষিত বোন মুখভার করে
দাঁড়িয়ে মলিন মুখে,
স্বাধীন দেশে স্বাধীনভাবে তাকে
এই সমাজ মেনে নিবে?


সব হারানো মুক্তিযোদ্ধার
চোখে প্রশ্ন হাজার,
স্বাধীন দেশের মুক্ত সীমানায়
ঠাঁই হবে থাকার?


স্বাধীনতার আজ বয়স হয়েছে
পূর্ণ যৌবন তার,
আজো বাতাসে লাশের গন্ধ
গগন বিদারী হাহাকার ।


ছেচল্লিশেও ঢুঁকরে কাঁদে
মুক্তির বীর সেনানী,
স্বাধীন দেশের শান্তি আজো
তার ভাগ্যে জুটেনি ।


রচনাকালঃ-
১৬১২২০১৭ খ্রিস্টীয়
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত ।।