আগামীর বাংলাদেশকে চুমু দিলাম
হয়তো শেষ চুমু,
হাতে জালিমের হাতকড়া
শক্ত বাহুডোরে ধরে আছে, জনগনের বন্ধুখ্যাত পুলিশ ।
অশ্রুসজল নেত্রে আমার দিকে তাকিয়ে আছে
আমার সহধর্মিণী, মায়াময় তার চাহনি ,
ওর ঠোট বলছে, কত কথা জমা হয়ে আছে
বলবে বলে,ওর খুনসুটি সদা-হাস্যোজ্জল চেহারায়
কেমন মলিনতার ছাপ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ।
তাহলে কি আমি অনিশ্চয়তার পথে চলছি?


আমি জন্ম নিয়েই শুনেছি  শেরেবাংলা,
সোহরাওয়ার্দী ও ভাষানীর রক্তগরম বক্তব্য,
বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ আমার রক্ত সঞ্চালন বাড়িয়ে ছিল;
রেডিওতে যখন জেনারেল জিয়ার কণ্ঠ ভেসে এলো
আমি তার আহ্বানে যুদ্ধে নেমে গেলাম ।
জালিমের তখতে কঠিন আঘাত হেনে,আমি আমার অধিকার ছিনিয়ে নিলাম,
শত্রুর গুলির আঘাতে ক্ষতবিক্ষত দেহের রক্ত
টপটপ করে এই জমিনে ঝরেছে, আমি দমে যাইনি ।


সেই আমার রক্ত কি আজ বরফ হয়ে গেছে?
প্রতিবাদী আমি জেল-জুলুম গুম-খুন দেখে কিভাবে চুপ থাকি?
আমি তো গাদ্দার নই,আমি আমার দেশকে ভালোবাসি
এদেশের মানুষকে ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি ।
এই যদি আমার অপরাধ হয়, আমি যাবো জালিমের জিন্দানখানায়;
আমার অগ্রজদের বলব, আমি চুপ থাকিনি
প্রতিবাদ করে ছিলাম আপনাদের মত,
এই দেখুন জালিমের জিঞ্জির আমার শরীরে ।


রচনাকালঃ-
২৬১২২০১৮ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।