মন ভোলানো ওই হাসিটা বড্ড জ্বালাতন করে ।
আচানক ঘুমের ঘোরে দেখি
আমার দিকে তাকিয়ে অট্টহাস্য করছে  সেই চেহারা ।
মুক্তোদানার মত দন্তগুলো ঝলকিত হচ্ছে, বিচ্ছুরিত আলো যেন ঠিকরে পড়ছে আমার আবছা দেহে ।
হাত বাড়াতেই কেমন দূরে সরে পড়ল ।
এই পোড়া কালো গত্র বিশিষ্ট চেহারা কি তার পছন্দ হয়নি?
তাহলে, তাহলে ঐ হাসি, মায়াভরা চাহনি কিংবা তার অঙ্গভঙ্গি সব মিছে ছিলো?
আমি আজো ঘুমের ভান করি, অপেক্ষিত নয়ন তার জন্য বসে বসে ঝিমুনি দেয়
যদি সে আসে, যদি সে আসে ।।


রচনাকালঃ-
১৮০২২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত  ।