আজিব কত কবির দেখা
কাব্যালয়ের এই পথে,
প্রেমালাপে কাব্য রচে
কারো কাব্য রাজপথে ।


কারো ছন্দে প্রেমের আওয়াজ
কেউবা খুঁজে প্রিয়াকে,
কারো আবার ধর্ম প্রিয়
ছন্দে তারা রব খুঁজে ।


কিছু  কবি আছে আবার
রাজনীতিতে মজেছে,
ছন্দে তারা বারে বারে
নেতার সুনাম করেনযে ।


মানবতার তরে কেহ
ফুটায় তাদের মনের ভাব
ভেতর কেমন জানিনা তার
টিয়া ময়না নাকি বাজ ।


গরম গরম কাব্যমালা
গরম শুধু কাগজে,
গরম কবির মন ও মগজ
নরম কেন বাহিরে ।


রচনাকালঃ-
২৮১১২০১৭ খ্রিস্টীয় সন
সংযুক্ত আরব আমিরাত ।।