ঈদের খুঁশি তখন হবে
যখন সবাই হাসে,
আমি কেমনে হইব খুঁশি
যদি সাগরে লাশ ভাসে।

এপাশে আমি আছি শান্তিতে
ওপাশে লাশের সারি,
ওপাশের কান্নায় আকাশ ভারী
এপাশে কেমনে ভাল থাকি।

সাগরে লাশ উঠেছে ভেসে
সীমান্তে রোনাজারি,
আরাকানি বোনের কান্নাধ্বনী
শুনতে কি পাওনা তুমি।

ওই দুঃখী জনের চোখেতে ওরে
নাইরে সুখের নিদ
শান্তি পারের বাসিন্দাদের
কিসের খুশির ঈদ।

রচনাকাল
০১/০৯/২০১৭ খ্রিস্টাব্দ।
শারজাহ,সংযুক্ত আরব আমিরাত।