ভুলে যাও সেই কথা
যাহা ছিল স্মৃতি,
কাজ করে খাও বাপু
দুনিয়ার নীতি ।


মামু বল খালা বল
ফুফু বল চাচা,
টাকা নাই পকেটে
রিস্তায় ভাটা ।


ভাই আজ বোন কাল
দুদিনেই হতাশ,
পরচিন্তা দিয়ে বাদ
পকেটে কর বাতাস ।


টাকা টাকা করে সবে
টাকা মহাধন,
থাকে যদি পকেটে তা
তুমি মহাজন ।


রচনাকালঃ
১০১১২০১৮ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত ।
উৎসর্গঃ
প্রিয় তুহিন কে ।