হিমধরা এক শীতের সকাল
কুয়াশায় ঢাকা পৃথিবীর সাথে
দিগন্তের রোদ্দুরের খেলা;
ঘাসের ডগায় জমাট বাধা কুয়াশা বৃত্ত
আলো ঝলমলে মুক্তো দানা ।
খানিক দূরে জটলা পাকিয়ে বসেছে
গ্রাম্য রাজনীতির তপ্ত আসর
অগ্নিকুণ্ডুলীর উপর শীতল হাত ।
শমরেশ বাবু এলেন মাটির হাঁড়ি হাতে
পুতুলের মত বাবুগুলোর সেকি হুল্লোড়,
সুমিষ্ট খেজুর রসের ক্ষীর হবে মায়ের হাতে;
চারিদিকে পিঠা-পুলির গন্ধে মৌঁ মৌঁ করছে ।
চাষীদের একটা দল পাশ কেটে গেল,
কজনের মুখে ভাটিয়ালীর সুর,আবদুল করীমের ।
কুয়াশায় মন ভার করে আছে
শীতের রূপসী ক্রুসিফেরি ।
সোনালী সূর্যের ছোঁয়া পেতেই
শীতের বৈচিত্র্য রূপ ভেসে উঠল শাখা-পল্লবে ।


রচনাকালঃ-
০৮০১২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।