তোর অদূরেই বসত আমার
হয়তো নিঃশ্বাস মিলে বাতাসে
দীর্ঘশ্বাসে দুঃখ ছাড়ি আমি
মিলে বিস্তৃত ওই নীলাকাশে ।
রাতের শহরে ঘুমিয়ে সবাই,জেগে আছি শুধু আমি
তারকা গুলো সাথী হয়ে, শুনে আমার দুখ কাহিনী ।
দূর থেকে আসছে ভেসে এক বিবৎসা গোঙানোর শব্দ
নপুংসক কেহ হয়তো, প্রকাশ করছে তার চরিতার্থ ।
পেঁচার ডাকে সম্ভিৎ ফিরে, দেখি ওদিকটায় তাকিয়ে
মন খারাপের দিন হবে তার, আছে মুখ ভার করে বসে ।
কংক্রিটের দেয়াল ইশারায়,আমায় ডেকে ডেকে বলছে
শত জুলুমের সাক্ষী আমি, জুলুম নিরবে দেখছি ।
ক্ষুদা যন্ত্রণায় কুকুর গুলো, রাস্তায় তালাশে খাদ্যের,
মানবতা আজ ফুটপাতে ঘুমিয়ে, জুটেনি কিছু তার ভাগ্যে ।
আমোদ শেষে রাত্তির নিশিতে, ধনির দুলাল ঘরে ফিরছে  
মানবতা আজ ঘুমালো চিরতরে, গাড়ীর চাকা পিষেছে ।
আমি জেগে শহর দেখি, যাযাবর বলে সকলে
দুঃখ গুলো সাথে নিয়ে ফিরি এ শহর ও শহরে ।


রচনাকালঃ-
০৯০১২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ,আরব আমিরাত ।