সেই দিন প্রভাতে,
শান্ত মনে হেঁটে ছিলাম,
শিঁশির ভেজা মাটিতে।


ভাবছিলাম আমি ,
খোদায়ী কারামতি দেখে,
কত কিছুই না বানাল খোদা,আমাদের-ই তরে।


আকাশ থেকে বৃষ্টি দিয়ে ভিজিয়ে দেয় মাটি,
তাহা থেকে ফের উদঘাটন করে,
শস্য ফলফলাদি।


পূর্ব থেকে সুর্যি মামা দেয় যে মুচকি হাসি,
সেই হাসিতে দূর হয়ে গেল,
জমে থাকা মেঘ রাশি।


জমিন দেখ তোমার জন্য বিছায়েছেন খোদা,
সকাল সন্ধ্যা জিকির কর,
হাত তুলে কর দোয়া।


মাফ করে দাও ওগো রাব্বানা,
তুমি তো দয়ার সাগর।
আমি প্রভু অতি নগন্য,
বান্দা গুনাহগার