আরবের মরু সাহারায়
কে এলো রে কে এলো
আলো ছড়িয়ে হেথায়।


আগমনে তাহার দূরভিত হলো
জাহেলিয়াতের আঁধার।
রোম পারস্য আরব
পদ চুমিলো তাহার।


প্রভূ ভৃত্যে ভেদাভেদ ভেঙ্গে
করিলেন একাকার।
কেউ নয় বড় আর কেউ নয় ছোট
বান্দা মোরা এক আল্লাহর।


(সংক্ষেপিত)