শহীদের রক্তের বিচার নাকি
এই দেশে তে হবে,
জঘন্য এই মিথ্যা কথা
কবে সত্য হবে??

সার্থবাদী আলেম গুলো
ঘুরছে পরের ঘরে,
শহীদের রক্ত শুকিয়ে গেছে
এবার কালো হবে।

ঐক্যের কথা সবাই বলে
বসে না তো কেউ,
এখতেলাফ ওটা নয়তো ওরে
বুকে হিংসার ঢেঁউ।

ইনি বলেন তিনি না হক্ব
তিনি বলেন ইনি,
সাধারণ সব পাবলিকের সাথে
করছে ছিনিমিনি।

সাধারন যত পাবলিক মোরা
ধরেছি বহু ধর্য,
আলেমরা সব মিলেমিশে
কবে হবে ঐক্য????