রোজা রোজা করছে খোকা
পুরো বাড়ীতে,
এবার নাকি সে রাখবে রোজা
বলছে দাদু কে।


দাদু তুমি গভীর রাতে
উঠবে যখন-ই,
আমায় তুমি জাগবে দাদু
খাব সেহেরী।


ফজরেতে যাব দাদু
তোমার হাতটি ধরে,
জোহর আসর মাগরিব দাদু
পড়ব একসাথে।


ইফতারেতে দাদু তুমি
করবে মুনাজাত,
প্রভুর কাছে চাইবে ওগো
ক্ষমা ও নাজাত।


এশার সালাত তারাবীটা
পড়ে মাসজিদে,
বাড়ীর পানে আসব মোরা
জিকিরের তালে।


ওগো মালিক ক্ষমা কর
আমরা গুনাহগার,
নাজাত,মাগফেরাত,রহমত
বর্ষাও,আমাদের উপর।