আমার দেশে সন্ত্রাসীরা
হামলা করলে ভাই
পশ্চিম বলে জঙ্গি জঙ্গি
হলুদ মিডিয়াও তাই।

জিহাদিরা কেমন করে
করলো অমন কাজ,
মৌলবাদীর ধুঁয়ো তোলে
বিকারগ্রস্থ সমাজ।

পুলিশ দেখে টেরা চোখে
মাদরাসার না কেহ আছে?
একটু যদি পায়রে খবর
ভ্রু কুঁচকে বাঁকা নজর।

শুনরে ওরে তবৎ জাহার
মাথা মোটারা,
জঙ্গিবাদী নয়রে ওরে
সাচ্চা ওলামরা।

সন্ত্রাসীদের সন্ত্রাসবাদীতা কেন
চাপাও ধর্মের ঘাড়ে??
ধর্ম কভু দেয়না শিক্ষা
সন্ত্রাসবাদী হতে।