পোড়া পোড়া গন্ধ
আসছে নাকে,
কোথায় লেগেছে আগুন
দেখনা কিসে।
জ্বলে পুড়ে ছারখার
হল যে তারা,
ফায়ার বিগ্রেড ভাই
জলদি পাঠা।
নীতিকথা শুনছি আজ
তাদের মুখে,
মুখ ঢাকতে কিছু
ছবি পেয়েছে।
যারে যাহ বজ্জাত
দূরে গিয়ে মর,
বলেছিস অনেক এবার
রাস্তা ধর।।