জামার স্লিভ সরে গিয়ে তোমার
অন্তর্বাস দেখা যাচ্ছে
সেলওয়ার কামিজ এখন আর
ভালো লাগেনা;
আজ ছোট পোষাকে অনেকেই
বলছে, তুমি সাহসিনী।
চারপাশে উজ্জ্বল আলো
ক্লিক ক্লিক শব্দে তোমার দেহ
সংরক্ষণ হচ্ছে ওদের মেমরিতে,
তোমার খোলা বদন ছড়িয়ে পড়ছে
পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে
ছড়িয়ে পড়েছ পণ্যের বাজারে।
দেখ! ওই চোখগুলোর প্রতি
কেমন লোলুপ দৃষ্টি ফেলছে
তোমার উম্মুক্ত দেহের উপর;
যেন ক্ষুধার্ত বাঘ দেখছে হরিনীকে।
সুযোগ পেলে মারবে ক্ষুধিত থাবা।
এই সমাজ তোমায় দেখেনা
দেখে তোমার রূপ যৌবন,
ওই মেকাপের আবরণ-সুগন্ধি সেন্ট
সব বিফলে যাবে
তোমার ঝুলন্ত চোয়ালের প্রতি কেউ দেখবেনা
বলবেনা তখন কেউ, হে নারী!
তুমি সাহসিনী।