কি হবে ওই রূপ যৌবন দেখিয়ে?
টাইট ফিট চামড়া তো
সেই কবে ঝুলে পড়েছে ;
পেশীকোষ আর আগের মত দেখায় না ।
মাংসল বুকের দিকে এখন
বৃদ্ধরাও চোখ তুলে তাকায় না,
অস্তমিত সূর্যের মত তাপহীন দেহ
আর কারো পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে না ;
নিস্তেজ দেহ ঢোলকের তালে আর নৃত্যোৎসবে মাতবে না।
মেঘেঢাকা চন্দ্রে যেমন রৌশনি থাকেনা
কবির কাব্য যাকে নিয়ে উৎসাহ দেখায় না,
তেমনি তোমার রূপ আর
কোন পুরুষদেহে কামনার আগুন প্রোজ্জ্বলিত করবেনা ;
এ দেহ এখন শুধুই কবরস্থ হওয়া বাকী ।
একন্ঠের মুধুর আওয়াজে গুঞ্জরিত সাভায়
এখন পিনপতন নিরবতা,
পৌড় কন্ঠের আওয়াজ এখন
পাশে বসা লোকের জন্য বিরক্তিকর মনে হয়;
সন্ধাসাঝে পেঁচার ডাক কার ভালো লাগে?
রূপ যৌবনে ভরা দেহ
ভেবে কি দেখেছো তোমার ভবিষ্যৎ?


রচনাকালঃ-
২৫১২২০১৭ খ্রিস্টাব্দ
শারহাজ, সংযুক্ত আরব আমিরাত ।