আব্বুর সাথে আমাদের দূরত্ব
সেই ছোট্টবেলা থেকে।
তিনি হলেন তার নিজের বাড়ীর
একজন রাজকীয় মেহমান।
মাঝেসাঝে আসেন মন চাইলে
আবার চলে যান,
যার স্থায়িত্ব মাত্র একদিন;হয়তো দুইদিন।
আমরাও মানিয়ে নিয়েছি তার মতো করে।
বহুদিন পর সেদিন আব্বুর পাশে গিয়ে
ক্লান্তশ্রান্ত আমি শুয়ে পড়লাম,
আব্বু মেজেতে ঘুমোতে পছন্দ করে।
আহ! কি অসাধারণ অনুভূতি:
তার গায়ের ঘ্রাণ;প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো,
এ যেন এক জাদুর মত কাজ করছিলো।
প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল তাকে জড়িয়ে ধরে ঘুমোতে ;
কিন্তু হায়,আমরা যে বড় হয়ে গেছি।
মনে হচ্ছিল কেন বড় হলাম?
যদি ছোট থাকতাম, তাহলে হয়;
আমি জড়িয়ে দরতাম,না হয় আব্বু আমাকে।
ছেলেরা একটু দূরেই থাকে বাবাদের থেকে।
আজ যখন নিজের ছেলেদের জড়িয়ে ধরি।
তখন মনে হয়, আব্বুরও হয়তো ইচ্ছে হয়।
জড়িয়ে ধরে দু'গালে চুমু খেতে।
চিৎকার করে বলতে, ভালোবাসি খোকা।
০৬১৫২০২৫||কুমিল্লা