লিখতে বসিলাম কলম হাতে
কলম দিলো ধমক,
ছাড়ো আমায় নালায়েক কোথাকার
ভাঙবো তোমার কমর


শেষ কবে তুই লিখেছিস কলমে
মনে কি আছে তোর?
কতদিন পেরিয়ে সন্ধ্যা মাড়িয়ে
এসেছে নতুন ভোর ।


ডিজিটালে তুই কিবোর্ড পেয়েছিস
কিপেড পেয়েছিস হাতে,
তাই বলে কি তুই অমন করে
আমায় যাবে ভুলে?


ডাইরি বলে দেখ তাকিয়ে
আবরণ পড়েছে ধুলোর
কেমন আছে তোর হৃদয় রাগিণী
খবর দিলিনা প্রিয়ার ।


তোর কত গোপন লিখনি কথন
লিখিত আমার বুকে,
মনে কি পড়ে সেই কথাগুলো
লিখেছিস যাহা চুপে?


আয় ফিরে আয় আমার বুকে
লিখবি আমার পরে,
মন খারাপের সময় গুলোতে
আমায় পাবে পাশে ।


রচনাকালঃ-
১৭১১২০১৭ খ্রিস্টীয় সন


উৎসর্গ
শ্রদ্ধেয় শামসুদ দোহা ভাইকে
যিনি প্রতিনিয়ত আমাদেরকে শোনান ডাইরির পাতা থেকে