একটা সুন্দর গন্ধ আসতে আসতে
থেমে গেল আমার নাকের একটু আগে ।
একটা সুন্দর গান বাজতে বাজতে
থেমে গেল আমার কানের একটু আগে ।
রামধনুর সাতটা রঙ উঠতে উঠতেই
সাদা কালো হয়ে মিলিয়ে গেল আকাশে ।
একটা হিমেল বাতাস বইতে বইতে
চলে গেল আমার শরীরের একটু পাশ দিয়ে ।
এই মাত্র কয়েক ফোটা মধু গড়িয়ে আসছিল,
থেমে গেল আমার জিভের একটু আগে ।
এই কবিতার সুন্দর কয়েকটা লাইন
থেমে যাচ্ছে বারবার
শেষ হবার একটু আগে ।
এই মাত্র একটা জীবন্ত ছবি থেমে গেল
আমার চোখের একটু কাছে এসে ।


সব আলো নিভে গেল,
লোডশেডিং কী না,  জানি না!
হঠাৎ একটা মোমবাতি জ্বলে উঠলো
আমাদের একটু কাছে  ।
একী!
এ তো ছবি নয়,
এ তো তোমারই মুখ ।