মুক্তির আনন্দ যে কি মধুর সেটা বুঝলাম এক বর্ষার দুপুরে,
নীল পাখিরা উড়ে যায় আকাশে তারা সব পরিযায়ী,
ভুল করে এসেছিল আমাদের দেশে,
এসেছিল বর্ষার শেষে,
তুমিও তাদেরই মতো একজন হয়ে এসেছিলে,
কয়েকটা ক্ষুদের দানা ছড়িয়ে,
দিতাম যদি উড়িয়ে বোধ হয় তাতেই হতো ভালো,
কিন্তু তোমায় যখন কেউ ঢিল মারলো, বাজলো আমার বুকে!
পাখিরা যে ঘর বাঁধে না, আকাশই তার বাসা।
মুক্ত তুমি এখন থেকে,মুক্ত ভালবাসা।