বৃষ্টির রাত জেগে জেগে কেটে গেলো,
পেঁচার ডাকে, আকাশে নক্ষত্রের খসে পড়া
সবকিছু কি শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে?
নতুন কিছু মানে কি শুধুই প্রযুক্তির উন্নতি!
তুমি আমি মুখোমুখি বসে
না, না আমরা না হয় বুড়ো হয়ে গেছি,
তাহলে কি বুড়ো হয়ে গেলো সব প্রেম!
আমাদের কথা না হয় ছাড়ো,
কোনও যুবক যুবতী তারা কি মুখোমুখি বসেছে?
হয়তো বসেছে, বসেছে কোনও রেস্তোরাঁয় |
কৃত্রিম আলোয় ঝলমল করেছে তাদের মুখ,
কিন্তু এই বৃষ্টির রাত, পেঁচা - পেঁচির ডাক
ভিজে যাওয়া গাছের গায়ে প্রেয়সীর গন্ধ
এসব হারিয়ে গেছে, ভালোবাসা হারিয়ে গেছে পৃথিবীর থেকে |
বৃষ্টির রাত জেগে জেগে কেটে গেল,
সারা রাত কেটে গেলো অন্ধকার বারান্দায় বসে বসে|