"শ্রদ্ধেয় বি.এস.সি  সোলায়মান স্যারকে উৎসর্গ করে লেখা"  


ওরে ধর আমায় ধর, শিহরণে বুকে ওঠে ঝড়
আসে চোখের কোনে জল, ভাবনায় করে ছলছল বিদায় বেলা
ক্ষণিক কালের কি হারাই, কি যেন কি আশায় গড়াই সুখে অবিরল
তবে আজ কেন আমার, চোখের কোনে জল?
কত ছন্দে মন আনন্দে, করি ভর দুপুরে খেলা
ঘরের কোনে ছড়াই জ্ঞান, সুবাস নেশায় ধরাই ধ্যান
কি হারাব বলে আজ, আকুলধারায় প্রান কাঁদে কলকল।


ওরা কারা? আত্নীয় না পুত্র, তবে কিসের ওদের সাথে মোর শর্ত?
জ্বলে কেন গোপন হাওয়া? কিসের বাঁধন ওদের ঘিরে
চায় কেন মন ফিরে পাওয়া, কালো দাগের সুখ চিরে
কি সে গোপন ধ্বনি, তোলে বিদায় সুর
প্রতিধ্বনির কানাকানি দীর্ঘশ্বাসে পোড়ে এ দুপুর।


তবে কি ওরাই আমার প্রান, মাথার উপর শীতল ছায়া
বসন্তের মোহ মোহ ঘ্রাণ, ভিন্ন রূপের একই মেশা কায়া
তোরা প্রেম, তোরাই চলার সম্বল
তোরা আশা ভালোবাসার কম্পন
যদি হই ফুল, তোরা সবে ভ্রমর
স্মৃতির মিনারে হয়ে রবি অমর।


এই হাতে জাগাই কত তরুণ প্রানের মেলা, আজ অবেলা
করে অবহেলা, ভেঙ্গে দিয়ে যাস কেন সাধের পুতুল খেলা  
মায়া ছড়ায় বুকের কোনে, প্রথম দেখায় স্বপ্ন বুনে
মিষ্টি সুরে গানে গানে নতুন বুলি শেখা
শীতল করলি কোমল বুক হারিয়েছি সকল দুখ
এসেই আবার চলে যাবার ধোঁকা!


যাসনে ওরে আমায় ছেড়ে, আয় ফিরে বুকের ধারে
তীর ভাঙ্গা ঢেউ আসে তেড়ে, ব্যাথার সুরে নৃত্য করে
মরুর মাঝে একা
এত আয়োজন ভালোবেসে, যাওয়ার বেলা কাঁদাস শেষে
বুঝলি নারে আগুন জ্বলে, চিরি চিরি খনির তলে
দেখাই যদি বুকটি খুলে, যাওয়ার কথা যাবি ভুলে
চোখের আলো পাইনি খুঁজে, নিচু মাথায় চোখটি বুজে
হাত বাড়ায়ে থাকি, স্বপ্নে তোরে ডাকি
উড়িসনে সোনার পাখি, বিরহ কোথায় রাখি?
ওরে! যাসনে দূরে খোকা।  


কত বারিতো ভাঙে গড়ে, ওষুধ বিনে চেপে ধরে
বেঁচে আছি আজ
কোনদিন জানি দেখবি তোরা, হবে কুলখানির সাঁজ
আকাশের নীলে মিলে যাব মৃত্যু রোগে
আমি হীনা কাঁদবি কি? আমায় হারানোর শোকে
প্রাঙ্গণে দাড়িয়ে, তোদের যাওয়ার বেলা কেঁদেছি
আড়ালে লুকায়ে মুখ দূরের পথে দেখেছি।


কর্ম তোর হাতে ধরা, সফল হবি কি আশিস ছাড়া
আশিস পূর্ণ দিলাম সবি, তোরাই আমার ভোরের রবি
শেষ বিদায়ে অন্ধ চোখে, পাই যেন আলোর রেখা
অভিমানে ক্ষণিক মনে, কাঁদিসনে ওরে বোকা
বিদায় আলাপ সঙ্গোপনে, সম ব্যাথি গুরুর সনে
শ্রাবণ ঢলে বয় জল ধারা, দুই প্রানের দুখ, এক স্রোতে হারা।


ধন্য আজ ধন্য, পেয়েছি তৃপ্ত স্বাদ, কণ্ঠ সৈনিক বলে গন্য
নতুন পথের যাত্রী তোরা ভাঙবি সকল বাঁধ
আমার স্বপ্ন করবি লালন, নতুন দিনের হয় আগমন
মলিন হবে জীবন তরী, দূর কোনে লুকোচুরি
তবু ছিঁড়বে না এ বাঁধন।


এ আশাই না মনে জাগে, কাঁদতে তাই মধুর লাগে
           বন্দনা
খরার মাঝে ছিলি এক ফোটা বৃষ্টি
           প্রার্থনা
বসন্তের জয়োল্লাসে করিস নব সৃষ্টি
আমি দেখি আমার পাশে সুখের কোলাহল
এতো আমার দুঃখ নয়রে আনন্দ জল।