শুকনো পাতার মর্মরে যবে জেগে ছিল প্রান
আজি বিদায় বেলা বন্ধু তারি হবে অবসান
স্বপ্নচারী নবীন মোরা ছুটব যে যার মত
স্মৃতির পাতায় বইতে হবে মেঘ জমানো ক্ষত।


কত কথা কত সুর রইবে সবি পড়ে
ফাগুন ফোটা ভোরে চলছি সবাই দূরে
কেউ রবে না আগের মত হবে না আর খেলা
নতুন দিনে নতুন আলোয় শুধু বয়ে যাবে বেলা।


কান্না আজি নাহি থামে বাঁধ মানে না চোখ
বিদায় বেলা বিদায় বন্ধু পোড়ায় মনের শোক
ডাকব না আর কিচিরমিচির ময়না টিয়া মিলে
উড়াল দেব দূর অজানায় সুদূর আকাশ নীলে।


পায়ের চিহ্ন রইবে পড়ে সাধের বিরান ঘরে
পাতায় পাতায় শিশির বন্ধু যায়রে যেমন ঝরে
হঠাৎ করে মনে হলে আয়রে বন্ধু পথ রেখেছি খোলা
জড়ায় বুকে বিধুর চোখে কি সুখ যে দেবে দোলা।


চোখের পাতায় সকল স্মৃতি আছে বন্ধু বাঁধা
সাদা হোক জীবনখানি গায়ে না লাগুক কাঁদা
অবুঝ মনে পাপড়ি ফোটে তা চিরকালি ফুটুক
বিদায় বন্ধু বিদায়, আজি বিদায়ের দাবি মিটুক।