সংগ্রামী জীবন যুদ্ধের মশাল জ্বালিয়ে নাও হে ছাত্র সমাজ
এক কাতারে শপথ করে মানব জয়গানের কণ্ঠে তোল আওয়াজ
হিংসা আমরা না করি ভাই অন্যায় না মানি
হাত বুলিয়ে সারায় যত দুঃখীদের জরা গ্লানি
বিভীষিকা রাতের অগ্নি কুণ্ডলী ফসল চোরের যমদূত
মিথ্যাবাদীর গালে কষি চড় বহুরূপের অমিল অদ্ভুত
বিভেদ ভুলে লাত্থি মেরে ভাঙ মিথ্যা অপবাদের তালা
দৃঢ় পায়ে শুরু হোক পথ চলা সেই শান্ত উজান বেলা।


কলম ধর লাঙ্গল ধর মাঠের খাতায় হোক চাষ
তোমাদের কল্যাণে উঠুক জেগে আগামীর সবুজ ঘাস
দুর্দিনে জাতীর ঐক্যে মুষ্টি হাতে তোল বিশ্বাসের সুর
অন্যায় অবিচারের শিকল ভেঙ্গে ঘুচুক সকল দূর
যে প্রেম আসে সেই বুকে রাখি চাবুক গুলি
যে মুখে ছন্দ কথা সেই মুখেতেই বুলেটের বুলি
বেদির কিনারে রয়েছি দাড়ায়ে মঞ্চে করেছি সাজ
সাম্যবাদের সুর ছড়াবে নতুনে গাহিবে আজ।


মানি না মনব না কভু সত্য আড়াল হলে
পিষিয়ে যাই পথের কাঁটা সদায় বিনয়ী বলে
হানা দিতে পারবে না কেউ মৃত্যু রেখেছি পুতে
চোখ জ্বলে জ্বল জ্বল ঝড় বাদলের রাতে
তাকিয়ে আছে ভুখা নাঙ্গা মাঝি মাল্লার দল
জাতীর অগ্রপথিক বীর সেনানী তোমার ছায়া বিশ্বে চলাচল
বাংলা মায়ের দামাল ছেলে সম্ভাবনার দুয়ার খুলে
জ্যোৎস্না রাতের আলো হয়ে অপরূপ বাংলায় তুমি এলে।


বাংলার আমি করেছি পান বৃক্ষ মূলের রস
ঋণ শুধাব সোনার মানুষে বাংলায় করবে বসবাস
স্বপ্ন সওয়ারী ভালোবেসে বিদ্রোহে বিশ্ব করি শাসন
দৃপ্ত কোমল সবকে সবকে তারি চলবে ভাষণ
মিলন সুখের উল্লাসে বাঁধিবে নবীন নতুন সুর
গীতিহার মণিহার বার বার করবে ভাঙচুর
কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা মাকে শ্রদ্ধায় করি বহন
উচ্ছাসে জীবন সঁপি অবুঝ শিশু শত্রুকে করি দহন।


মুক্ত শ্বাসে অভিলাষে সোনালী স্বপ্ন দিয়ে পূর্ণ
বারে বারে মৃত্যু পাড়ে বিজয় উড়িয়ে দম্ভ করেছি চূর্ণ
কালা রূপের চওড়া বক্ষে প্রেম দিয়েছি গুজে
ক্লান্ত হলে শ্যাওলা নদে ঢেউ উঠবে বেজে
বাধ্য যেমন অবাধ্য তেমন সত্য মিথ্যা ভেদে
অন্ত নীলে সজাগ থাকি লাল সবুজের পতাকাখানি বেঁধে
মুক্ত পাখির কোলাহলে জাগ্রত চেতনায় অবাধ বিচরণ
শুদ্ধ প্রানের আদর্শ নীতির অন্তর আলোর হোক উন্মোচন।